বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার পা ছুঁয়ে সালাম করতে তোফায়েলকে খোকার পরামর্শ : তারেক রহমানের বক্তব্য ইতিহাসের অংশ: নোমান

  |   শনিবার, ১২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

koka-n0moan

ঢাকা, ১২ এপ্রিল : বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, তারেক রহমানের বক্তব্য ইতিহাসের অংশ। শনিবার শ্রমিক দল ঢাকা মহানগর কমিটির সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। আব্দুল্লাহ আল-নোমান বলেন, তারেক রহমান ইতিহাসের বাইরে কোনো কথা বলেননি। আসল কথা বলায় তোফায়েলদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা গালিগালাজ করছেন।

একই অনুষ্ঠানে বিএনপির অপর ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে উদ্দেশ্য করে বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পা ছুঁয়ে সালাম করে যান।

তিনি বলেন, শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য আপনি অনেক তোষামোদ করতে পারেন। করতে চান করেন। মন্ত্রী হয়েছেন, এবার খালেদা জিয়াকে পা ছুঁয়ে সালাম করে যান। আমাদের আন্দোলনের চাপে আপনি ও আমু মন্ত্রী হয়েছেন।

তিনি দাবি করেন, তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে তোফায়েল আহমেদ যা খুশি তা-ই বলছেন।

জাতীয় সংসদে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করায় তোফায়েল আহমেদের কঠোর সমালোচনা করে সাদেক হোসেন খোকা বলেন, শেখ হাসিনাও তোফায়েলকে বিশ্বাস করেন না। তোফায়েল গণফোরামের সাধারণ সম্পাদক হওয়ার কথা। এখন শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে তিনি অনেক তোষামোদ করছেন।

খোকা বলেন, তোফায়েল সবকিছুতে তিন ফাল দিয়ে দাঁড়িয়ে যান। আপনি এত ক্ষমতাধর ছিলেন জিয়াউর রহমান “স্যার” “স্যার” বলতে বলতে অস্থির হয়ে যেতেন। তাহলে ৩২ নম্বরে যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন, তখন তো আপনি টুঁ শব্দও করেননি। এ হত্যাকান্ডে আপনার সম্পৃক্ত থাকার কথা লোকমুখে শোনা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৪৮ | শনিবার, ১২ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com