বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির কেবল দুটি উপায় রয়েছে : হানিফ

  |   শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট

খালেদা জিয়ার মুক্তির কেবল দুটি উপায় রয়েছে : হানিফ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ‘তার মুক্তির জন্য কেবল দুইটি পথ খোলা রয়েছে।  আইনি পথে মোকাবেলা অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া খালেদার জিয়ার মুক্তির আর কোন পথ নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণ একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী রিফ্রেসাস প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার শারিরীক অসুস্থ্যতার কথা চিন্তার করেই কারাগারের মধ্যে বিশেষ আদালত বসানো হয়েছে। বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে হানিফ বলেন, জিয়াউর রহমান কর্ণেল তাহেরের বিচার কারাগোরে করেছিলেন। তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা কি সংবিধান বিরোধী ছিল?

হানিফ বলেন, খালেদা জিয়া আদালতে বার বার নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন। তিনি যদি নির্দোষ হন তাহলে আইনী প্রক্রিয়ায় কেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন না? খালেদা জিয়া নির্দোষ নয় বলেই বিএনপি নেতারা কথার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছেন। আইনি পথে মোকাবেলা অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া খালেদার জিয়ার মুক্তির আর কোন পথ নেই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা এরইমধ্যে বিভিন্ন জরিপে প্রকাশ পেতে শুরু করেছে। ২০০৮ সালের মতো আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ আস্তাকুড়ে নিক্ষেপ করবে। ইসলামের আদর্শ দেশব্যাপি ছড়িয়ে দেয়ার আহ্বানও জানান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গভর্নর বোর্ড অব গভনরস ইফা, সিরাজ উদ্দিন আহমদ, ইফার সচিব কাজী নূরুল ইসলাম, ফাসিভাসা ও সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ‍্যাপক ড. মোঃ বাহাউদ্দিন, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবু জাফর মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৬ | শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com