শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খালেদার মুক্তির জন্য চাপ সৃষ্টি করতে চাই না’

  |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | প্রিন্ট

‘খালেদার মুক্তির জন্য চাপ সৃষ্টি করতে চাই না’

বিএনপির আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকাজ করবে। সেখানে যদি প্রশাসনিকভাবে কিছু হয়, ইনশাআল্লাহ আমরা বিচার দেখে অবিচারের বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেব।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালনের সময় তিনি একথা বলেন।

মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে কয়েকশ বিএনপি সমর্থক আইনজীবী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট এবং আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন।

এ সময় সুপ্রিম কোর্ট ও আশপাশ এলাকায় খালেদার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিলে মুখরিত হয়। দুপুর সোয়া ২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের আহ্বায়ক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে শতাধিক আইনজীবী একটি বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের প্রধান গেট দিয়ে সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ গেট আটকে দিয়ে বাধা দেয়।

এ সময় আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান গেটের সামনে বসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

মিছিলের পর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ দেশ ও দেশের গণতন্ত্র বিপন্ন। খালেদা জিয়ার জীবন বিপন্ন। যে পর্যন্ত না দেশে গণতন্ত্র কায়েম হবে। যে পর্যন্ত না খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি না হবে, আমরা রাজপথে থাকব। আমরা বর্তমান সরকারের শেষ ঘণ্টা বাজিয়ে দেব।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, মনির হোসেন, ড. ফারহাত হোসেন, জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, খোরশেদ মিয়া আলম, উম্মে কুলসুম রেখা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, গাজী কামরুল ইসলাম সজল, শরীফ ইউ আহমেদ, আবদুল্লা আল মাহবুব, মির্জা আল মাহমুদ, আবদুস সালাম খান, আখতারুজ্জামান, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, সালমা সুলতানা, মাসুদ রানা, কে আর খান পাঠান, গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট সুজা, মাহবুবুর রহমান দুলাল প্রমুখ।

এদিকে সুপ্রিম কোর্ট বার ভবন প্রাঙ্গণে খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদের উদ্যোগে আইনজীবীরা পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মুনির ও অ্যাডভোকেট শামসুল ইসলাম মুকুলের উপস্থাপনায় বক্তব্য রাখেন মো. মোসলেম উদ্দিন, ড. হামিদুর রহমান রাশেদ, আবুল কাশেম রাজু, সাঈদ হাসান বকতিয়ার, একেএম মোক্তার হোসেন, হাসনা হেনা, শাহিন, সাবিনা ইয়াসমিন লিপি, শেখ সালাম, টিপু সুলতান, রবিউল হোসেন, আকবর হোসেন, শেখ আব্দুস সালাম, এমদাদুল বশির, ওয়ালিওল ইসলাম শুভ, মহীদ উদ্দিন জুবায়ের, মনিরুজ্জামান, রিপন আলী, ওবায়দুল ইসলাম, রুবি চিশতি প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২৩:০৯ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com