বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ মে ২০২৩ | প্রিন্ট

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে আজ রোববার ময়মনসিংহে জনসভা করছে বিএনপি। দুপুর ২টায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি।

দলটির নেতারা জানিয়েছেন বিকেল ৩টায় জনসভা শুরু হবে। ইতোমধ্যে জনসমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জেলার ১৩টি উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা এ সমাবেশে অংশ নেবেন। সেজন্য গত কয়েক দিন ধরে প্রস্তুতিসভা ও প্রচারণা চালিয়েছে দলটির নেতাকর্মীরা।

ময়মনসিংহের এই জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম প্রমুখ।

এতে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। সঞ্চালনা করবেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ।

এদিকে একই দিন পাল্টা কর্মসূচি করছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই শান্তি সমাবেশ শুরু হবে বিকেল ৩টায়।

নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ৫৫০ পুলিশ সদস্য মোতায়েন

বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৫০ সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। এদিকে বিভিন্ন জায়গা থেকে রেলস্টেশনে বিএনপির নেতারা এসে সমাবেশস্থলে যাবে। যার কারণে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পুরো শহরে চেকপোস্ট, পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। সমাবেশের আশপাশের এলাকা, বাসস্ট্যান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১১ | রবিবার, ২৮ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com