শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমতাসীনরা ইতিহাস গিলে খাচ্ছে : মান্না

  |   বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট

ক্ষমতাসীনরা ইতিহাস গিলে খাচ্ছে : মান্না

প্রতিদিন ক্ষমতাসীনরা ইতিহাস গিলে খাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ স্মরণে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এর আয়োজন করে শহীদ আসাদ ফাউন্ডেশন।

মান্না বলেন, ‘এখন যারা ক্ষমতায় আছে তারা আসাদকে স্মরণ করবে না। তারা তো প্রতিদিন ইতিহাস গিলে খাচ্ছে। সব কিছু একজন করেছেন, আর কেউ নেই। সব কৃতিত্ব, প্রশংসা একজনের প্রাপ্য, আর কেউ পেতে পারে না। ১১ দফা আন্দোলন না হলে এক দফা তথা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত যেত কীভাবে, সেটা বড় প্রশ্ন।’

‘তারপরও এই দিনকে, এই ঘটনাকে তারা (আওয়ামী লীগ) কবর দিতে চায়। যে কারণে আসাদ বাংলাদেশের মানুষের কাছে এখন আর ওইরকম আইকন নেই।’

তিনি আরও বলেন, ‘ইতিহাস এমন যে, কোনো না কোনোভাবে মানুষের কাছে আলো ছড়ায়। চেষ্টা করলে কোনো শাসক সেটা বদলে দিতে পারে না। ইচ্ছা করলেই ইতিহাস বানানো যাবে না, ইতিহাসের কান টেনে লম্বা করা যাবে না। ইতিহাসকে যেমন খুশি তেমন রঙতুলি দিয়ে আঁকতে পারেন না।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আইয়ুব খান তো স্বৈরশাসক ছিলেন, জবরদস্তি করে ক্ষমতা দখল করেছিলেন। ১০ বছর ছলে-বলে-কৌশলে ক্ষমতায় ছিলেন। তাকে সবাই মনে করছিল আয়রনম্যান। ওনাকে কেউ সরাতে পারবেন না। অথচ আইয়ুব খানকে চলে যেতে হয়েছে।’

তিনি বলেন, আইয়ুব খানের পুলিশ যখন গুলি করত তখন তারা একটা লাল ফিতা দিয়ে রাখত। লাল ফিতা পার হলে গুলি করা হতো। এখন গলির মধ্য দিয়ে বেরোনোর সাথে সাথে গুলি করা হয়। এখন মানুষের জীবন কচুপাতার পানির মতো। এখন যা হয়েছে এতটাও খারাপ সময় তখনও (পাকিস্তান আমলে) ছিল না।

‘আসাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সব ধরনের অন্যায়ের বিরোধিতা করতে হবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ছাড়াও আলোচনা সভায় আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৪২ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com