শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশির সঙ্গে কফ উঠছে? শরীরে বাসা বাঁধতে পারে যে রোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

কাশির সঙ্গে কফ উঠছে? শরীরে বাসা বাঁধতে পারে যে রোগ

আবার বাড়তে শুরু করেছে করোনা। এই ভাইরাস মিউটেট করে এসে আবার সমস্যা তৈরি করেছে। তাই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। মুশকিল হচ্ছে, শুধু আক্রান্ত বৃদ্ধি নয়, এর পাশাপাশি কিছু সমস্যাও দেখা দিচ্ছে। নতুন নতুন উপসর্গ সামনে আসছে। তাই করোনাভাইরাসকে নিয়ে ছেলেখেলা বন্ধ করতে বলছেন বিশেষজ্ঞরা।

 

এখন চারিদিকে বিএফ.৭ নিয়ে মাথাব্যথা। এই ভাইরাস কিন্তু বিভিন্ন জটিল সমস্যার কারণ। এই ভাইরাস হল ওমিক্রনের মিউটেট করা রূপ। চিনে করোনা বৃদ্ধির অন্যতম কারণ এই জীবাণু। এরপর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাসকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বা চিন্তার কারণ বলে দিয়েছে।

 

করোনাভাইরাসের উপসর্গ সবসময় একরকম থাকছে না। কিছু সময় তা বদলে বদলে যাচ্ছে। আগে যা লক্ষণ জানা গিয়েছিল তার সঙ্গে সংযোজন হচ্ছে নতুন কিছু। এই কারণে সচেতন থাকতে হবে।

 

আসলে করোনার শুরুর সময় থেকেই কাশি ছিল উপসর্গ। তবে হতো শুকনো কাশি। কিন্তু বর্তমানে কাশির সঙ্গে কফও উঠছে। আর এর থেকেই মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সাবধান হওয়ার চেষ্টা করুন।

 

টিওআই-এর একটি প্রতিবেদন জানাচ্ছে, কাশির সঙ্গে কফ থাকছে অনেকের। জোয়ো কোভিড অ্যাপকে উদ্ধৃত করা এখানে বলা হয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে কাশি তো থাকছেই, পাশাপাশি কফও বের হচ্ছে। এই কফ জমে থাকে আপনার রেসপিরেটরি প্যাসেজে। এবার কফের রং নিয়ে তেমন একটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নানা রঙের হতে পারে। গবেষণায় দেখা গেছে যে কাশির সঙ্গে কফ ওঠা ব্যক্তিদের প্রায় ৪৫ শতাংশ কোভিডে আক্রান্ত। তাই সতর্ক তো থাকতেই হবে। তবেই বাঁচতে পারবেন।

 

সেকেন্ডারি ইনফেকশনের কথা ভুলে গেলে চলবে না। এই অ্যাপের পক্ষে থেকে জানানো হয়েছে যে এই কোভিডের পাশাপাশি হতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আবার করোনা ছাড়াও এই সংক্রমণ হওয়া সম্ভব। কফের রং হলুদ বা সবুজ হলে আপনাকে সতর্ক হতে হবে। কারণ সঠিক সময়ে ব্যবস্থা না নিলে সমস্যা হতে পারে। দ্রুত চিকিৎসা প্রয়োজন। নইলে নিউমোনিয়া হয়। শ্বাসকষ্ট হওয়া সম্ভব। এমনকি মৃত্যুও হতে পারে।

 

আসলে কোভিডের কাশি নানা ক্ষেত্রে জটিলতা তৈরি করে। এই কাশি হতে পারে ইনফেকশনের প্রথম সপ্তাহে। এরপর থেকে বুকে ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তাই কোভিডের কাশি নিয়ে আপনাকে সতর্ক হতেই হবে। তবেই রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। অন্যথায় জটিলতা দেখা দিতে পারে। এবার এই লক্ষণ দেখা দিলেই একবার টেস্ট করিয়ে নিন। পজিটিভ এলে সেইমতো ব্যবস্থা নিন। দেখবেন ভালো আছেন।

 

এনএইচএস ইউকে বলছে যে, কাশির সঙ্গে কফ উঠলে আপনাকে সতর্ক থাকতে হবে। এরপর এই নিয়মগুলো মেনে চলুন-

*জলপান করুন অনেকটা পরিমাণে

*স্টিম নিন

*ব্রিদিং কন্ট্রোল টেকনিক মানতে হবে

*নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন নাক দিয়ে।

*এভাবেই আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।

*তবে অনেকসময় এই উপায়ে কাজ হয় না। তখন চিকিৎসকের পরামর্শ নিন।

*​কোভিডের অন্যান্য লক্ষণ

এর পাশাপাশি করোনার অনেক উপসর্গ দেখা দিতে পারে-

*গলা ব্যথা

*নাক বন্ধ হয়ে যাওয়া

*হাঁচি

*কাশি

*মাথা ব্যথা

*গলা ভেঙে যাওয়া

*পেশিতে ব্যথা

*স্বাদ ও গন্ধ নিতে সমস্যা ইত্যাদি।

সূত্র: এই সময়

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৪৩ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com