শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ৪৭ দিন পর মামলার আবেদন বিএনপির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ৪৭ দিন পর মামলার আবেদন বিএনপির

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশের হামলা, ভাঙচুর’ ও সিনিয়র কয়েকজন নেতাকে গ্রেফতারের বিষয়ে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া মামলায় ২০০/৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করার কথা বলা হয়েছে।

 

কার্যালয়ে ভাঙচুরের ঘটনার ৪৭ দিন পর আজ (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম বাদী হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আদালতে মামলার আবেদন করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার বাদীও বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেছেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

 

গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের তিন দিন আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। আহত হন পুলিশসহ অনেকে।

 

সংঘর্ষের পর সেদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে গ্রেফতার করা হয় কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে।

 

সংঘর্ষের ওই ঘটনায় আজ মামলার আবেদন করেন বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম। রোববার দুপুরে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৫২ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(729 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com