শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশে

  |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে শুক্রবার ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির এক পর্যায়ে এক রাউন্ড গুলি এসে পড়েছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু কোণার পাড়া এলাকায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে গোলাগুলি শুরু হয়। পরে সন্ধ্যার দিকে তমব্রু’র কোণারপাড়া এলাকায় এক রাউন্ড গুলি এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, বিকেলের দিকে শুরু হওয়া গোলাগুলি রাত অবধি স্থায়ী হলে যেকোনো বড় ধরণের অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় এনামুল হক জানান, বরাবরের মতই শুক্রবারও তমব্রু, বাইশফাঁড়ি, রেজু, আমতলী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে। জুমার নামাজের পরে ওপারে ব্যাপক গোলাগুলির শব্দে বিজিবি টহলদারী দ্বিগুণ করা হয়।

 

তবে এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সীমান্তের ওপারে গোলাগুলির কারণে জিরো লাইনের কাছাকাছি থাকা কোণারপাড়া আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:২৯ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com