মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবার ওয়ানডেতে সুযোগ পেলেন বিজয়, বাদ পড়লেন শান্ত

  |   শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ | প্রিন্ট

এবার ওয়ানডেতে সুযোগ পেলেন বিজয়, বাদ পড়লেন শান্ত

অবশেষে ওয়ানডেতে ফেরা হলো এনামুল হক বিজয়ের। প্রায় তিন বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন এ ডানহাতি টপঅর্ডার ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের একাদশে নেওয়া হয়েছে বিজয়কে।

সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে খেলেছিলেন বিজয়। সেবার অফফর্মের কারণে বাদ পড়ে যান দল থেকে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্বরেকর্ড ১১৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবার ঢুকেছেন স্কোয়াডে।

তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে দলে সুযোগ পাননি ২৯ বছর বয়সী এ ব্যাটার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দলে জায়গা করে নিয়েছেন বিজয়। তাকে দলে নিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।

শুধু তাই নয়, দলে জায়গা হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদেরও জায়গা হয়নি আজকের ম্যাচের একাদশে।

দুই বাঁহাতি স্পিনারকে বসিয়ে পেস ডিপার্টমেন্টে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। একাদশে ফেরানো হয়েছে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে। এছাড়া নুরুল হাসান সোহানের জায়গায় উইকেটরক্ষক হিসেবে দলে ফিরেছেন মুশফিকুর রহিমও।

অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে ডানহাতি পেসার ভিক্টর নিয়ুচির। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে আটকে রাখার কাজটি করেছিলেন নিয়ুচি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের মতো প্রথম ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে তামিম ইকবালের দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:১২ | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com