বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একসঙ্গে শেয়ার করা যাবে ১০০ ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

একসঙ্গে শেয়ার করা যাবে ১০০ ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

প্রতি বছরের মতোই এবারও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত কিছু ফিচার লঞ্চ করবে, এ কথা সবারই জানা। যারা হোয়াটসঅ্যাপকে ছবি শেয়ারের মাধ্যম হিসেবে বেশি ব্যবহার করেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্যত্র ছবি পাঠানো যায় এক নিমেষে।

 

প্রথমদিকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত। তারপর এই ছবি পাঠানোর পরিমাণ বেড়ে ৩০ হয়েছে। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০টি ছবি একসঙ্গে পাঠানো যায়। শোনা যাচ্ছে, এই ছবি শেয়ার করার সংখ্যা বাড়াতে চলছে হোয়াটসঅ্যাপ।

 

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ সম্প্রতি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে হয়তো ভবিষ্যতে ব্যবহারকারীরা একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুযোগ পাবেন। শোনা যাচ্ছে, বেশ কিছু বেটা টেস্টারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে।

 

এর পাশাপাশি আরো একটি ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। অর্থাৎ হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার।

 

হোয়াটসঅ্যাপের এই দুই নতুন ফিচার কবে চালু হতে চলেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে অনুমান খুব তাড়াতাড়িই এই দুই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হতে পারে। সূএ: ডেইলি-বাংলাদেশ

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৪২ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com