শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একতরফার নির্বাচন কিছুতেই গ্রহণযোগ্য হবে না: প্রফেসর এমাজউদ্দীন

  |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

একতরফার নির্বাচন কিছুতেই গ্রহণযোগ্য হবে না: প্রফেসর এমাজউদ্দীন
d. amaz uddin
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা : আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন কিছুতেই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে পেশাজীবীদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতার লোভে জাতীয় জনস্বার্থ বিলীন করছে, যা ভয়ঙ্কর অন্যায়।”  ড. এমাজউদ্দীন বলেন, “স্বাধীনতার পর দেশ বর্তমানের মতো এত কঠিন সময় পার করেনি। আশাবাদী হওয়ার মতো ভালো কোনো নিশানাও দেখছি  না।”

তিনি বলেন, “আগামী ৫ জানুয়ারির নির্বাচনের মতো একতরফা নির্বাচনের নমুনা পৃথিবীর কোথাও নেই। এ নির্বাচন কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।”  নির্বাচন না করে ১৫৪ জনকে যদি সংসদ সদস্য ঘোষণা করা হয়, তা হবে বাংলাদেশের সংবিধানের ৬৫ ধারার স্পষ্ট লঙ্ঘন বলেও জানান তিনি।
তিনি বলেন, “ভোটবিহীন, প্রার্থীহীন নির্বাচন হওয়ার পরও প্রার্থীরা জোর মুখে কথা বলছেন, এটা ভয়ঙ্কর এবংনির্লজ্জ ব্যাপার।”  ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবি জানিয়ে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান এ রাষ্ট্রবিজ্ঞানী।
বিভিন্ন পেশাজীবী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় অন্যান্যের মধ্যে  বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোঃ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৩৮ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com