শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উবারের বিরুদ্ধে ৫৫০ নারীর মামলা

  |   শুক্রবার, ১৫ জুলাই ২০২২ | প্রিন্ট

উবারের বিরুদ্ধে ৫৫০ নারীর মামলা

জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফরম উবারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে ৫৫০ নারী মামলা করেছেন। অপহরণ, যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ, মিথ্যা বলে ফাঁদে ফেলা, পিছু নেওয়া, হয়রানি করা বা আক্রমণ করা হয়েছে এমন সব অভিযোগ আনা হয়েছে উবার চালকদের বিরুদ্ধে। খবর বিবিসির। বুধবার সানফ্রান্সিসকো কাউন্টি সুপারিয়র আদালতে এসব মামলা করা হয়। এদিকে উবারের এক মুখপাত্র বলেন, যৌন নিপীড়ন একটি ভয়ংকর অপরাধ এবং প্রতিটি অভিযোগকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি।

তিনি বলেন, নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সে কারণেই উবার নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে এবং গুরুতর ঘটনার বিষয়ে আরও স্বচ্ছ হচ্ছে। যদিও দায়ের হওয়া মামলার বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তবে আমরা নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাব।

যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা সংস্থা স্লেটার স্লেটার শুলম্যানের দায়ের করা মামলায় বলা হয়, যৌন নিপীড়নের ঘটনাগুলো একাধিক রাজ্যে ঘটেছে। সেখানে বলা হয়েছে, কমপক্ষে আরও ১৫০টি সম্ভাব্য অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালের প্রথম দিক থেকেই উবার চালকরা নারী যাত্রীদের যৌন নিপীড়ন ও ধর্ষণ করছে। কিন্তু সংস্থাটি গ্রাহকের সুরক্ষার চেয়ে নিজেদের মুনাফা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:৫৯ | শুক্রবার, ১৫ জুলাই ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com