শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ই-ইংক স্ক্রিনের ইয়োটাফোন বাজারে!

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

ই-ইংক স্ক্রিনের ইয়োটাফোন বাজারে!

phone

‘ইয়োটাফোন’ নামে দুই স্ক্রিনযুক্ত স্মার্টফোন বাজারে ছেড়েছে রাশিয়ান নির্মাতা ইয়োটা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটির একটি স্ক্রিনে সাধারণ স্মার্টফোনে ব্যবহৃত এলসিডি ডিসপ্লে থাকলেও অন্যটি ই-ইংক প্রযুক্তির ডিসপ্লে।
নির্মাতা প্রতিষ্ঠান ইয়োটা জানিয়েছে, ই-ইংক স্ক্রিনটি ব্যাটারি সাশ্রয়ী। ব্যবহারকারীরা ই ইংকের স্ক্রিনটিতে পড়ার জন্য ওয়েবপেজ ও অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারবেন। এটি স্মার্টফোনের ব্যাটারির আয়ু নিয়ে চিন্তিতদের কাছে আকর্ষণীয় হবে বলে আশাবাদী নির্মাতারা।
ইয়োটা ডিভাইসের প্রধান নির্বাহী ভ্লাড মার্টিনোভ বলেন, সাধারণ ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১৫০ বার স্মার্টফোন ব্যবহার করেন।
তিনি আরো বলেন, “ব্যবহারকারীরা ফোনের ব্যাটারি শেষ হওয়ার ভয়ে থাকেন। এটি বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগে বাধা সৃষ্টি করে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গভিত্তিক প্রতিষ্ঠান ইয়োটা মডেম ও রাউটারের মতো পণ্য তৈরির জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি ২০১২ সালে এ স্মার্টফোনটির ঘোষণা দেয়। ইয়োটার প্রথম স্মার্টফোন এটি।
গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের মোবাইল বিশ্লেষক বেন উড বলেন, “উচ্চাকাঙ্ক্ষী ইয়োটা ফোনকে বাজার ধরার জন্য দৃষ্টি আকর্ষণীয়ভাবে তৈরি বলে মনে হলেও এর ডিজাইনে রয়েছে মেধার ছোঁয়া।
উড আরও বলেন, “অনেক স্মার্টফোন ব্যবহারকারীকেই তাদের ফোন সারাদিন চালু রাখতে সংগ্রাম করতে হয়। তাদের জন্য সামান্য বিদ্যুৎ ব্যবহারকারী দ্বিতীয় স্ক্রিন আকর্ষণীয় হতে পারে।
প্রাথমিক অবস্থায় স্মার্টফোনটি রাশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে ছাড়া হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে আরও ২০টি দেশে স্মার্টফোনটি ছাড়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
ই-ইংকযুক্ত স্ক্রিন সাধারণ ই-বুক রিডারে ব্যবহার করা হয়। এগুলো কোনো ছবি প্রদর্শন করার সময় এলসিডি স্ক্রিনের মতো বারবার রিফ্রেশ করে না। ফলে এতে ভিডিও দেখতে সমস্যা হয়। ইয়োটা জানিয়েছে, ব্যাটারি শেষ হয়ে গেলেও স্মার্টফোনটির ই-স্ক্রিনের তথ্য দেখা যাবে।
৪৯৯ ইউরো মূল্যের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিতে রয়েছে ৪.৩ ইঞ্চি এলসিডি প্রধান স্ক্রিন, যার রেজুলিউশন ১২৮০ বাই ৭২০ পিক্সেল। ১৪৬ গ্রাম ওজনের স্মার্টফোনটির প্রসেসর ১.৫ গিগাহার্জ ডুয়াল কোর। এছাড়া এতে ১২ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:২৩ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com