শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইসির বিরুদ্ধে চিঠি: ৪২ বিশিষ্টজনকে বিএনপির সাধুবাদ

  |   সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট

ইসির বিরুদ্ধে চিঠি: ৪২ বিশিষ্টজনকে বিএনপির সাধুবাদ

দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ এনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়ায় ৪২ বিশিষ্ট নাগরিককে সাধুবাদ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ৪২ জন বিশিষ্ট নাগরিককে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যে, এতদিন পর তারা জনগণের যে মূলকথা সেটা নিয়ে এসেছেন, কথা বলেছেন। তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করেছেন।’

সোমবার দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি, এটাকে সমস্ত বুদ্ধিজীবী যারা আছেন তাদের সমর্থন করা উচিত। ইটস নট ফর বিএনপি, নট ফর পলিটিক্যাল পার্টি। এটা দেশের জন্য, জাতির জন্য প্রয়োজন। যে একটা নির্বাচন কমিশন তারা চুরি করে, তারা টাকা চুরি করে। তারা করছে এসব উঠে এসেছে। এ কথাগুলো আমরা নির্বাচন কমিশনের গঠনের সময় থেকে বলে আসছি।’

৪২ বিবৃতিদাতার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো বলি, চোর কি কখনো স্বীকার করে যে, আমি চুরি করেছি।’

বিবৃতি নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘৪২ জন নাগরিক যে বিবৃতি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, আমাদের বিজ্ঞ তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে, এটা বিএনপির অফিসে ড্রাফট হয়েছে। যা একজন মানুষও বিশ্বাস করে না। যারা বিবৃতি দিয়েছেন তারা একজনও বিএনপি করেন না বরং তারা বিভিন্ন সময় বিএনপির সমালোচনা করেছেন। প্রকৃত সত্য যখনই সামনে আসে এবং জনগণ যখন সত্য কথা বলতে চায়, নাগরিকরা সত্য কথা বলতে চায় তখনই আপনার তাদের বিএনপি বানিয়ে ফেলেন। এটা হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করার আরেক জঘন্যতম কৌশল।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৪২ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com