শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেট যাবে প্রত্যন্ত অঞ্চলে

  |   বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

internet

ঢাকা: সরকারি উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘দেশের মানুষ যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারে সেজন্য প্রত্যন্ত অঞ্চলে উচ্চ ক্ষমতার ওয়াই-ফাই রাউটার বসানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বাজেটেই নির্ধারিত একটি বরাদ্দ রাখা হবে।’
সোমবার কাওরান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজিত ‘বেসিস আওয়ার অব কোড’ অনুষ্ঠান উদ্বোধনীতে তিনি এ কথা জানান।
আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে উপজেলাগুলোতে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ প্রদান ও রাউটার স্থাপন চলছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইন্টারনেটের মাধ্যমে তথ্য সুবিধা পাবেন। দেশের তথ্য প্রযুক্তির অগ্রযাত্রা বেগবান হবে। অনেক বেশি তরুণ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ পাবেন।’
বিশ্বের ১৬০টি দেশে ৯ থেকে ১৫ ডিসেম্বর ‘কম্পিউটার সায়েন্স এডুকেশন উইক’ উৎযাপন করা হয়। এই ধারাবিকতায় বাংলাদেশে প্রথমবারের মত ‘বেসিস আওয়ার অব কোড’ এর মাধ্যমে ‘কম্পিউটার সায়েন্স এডুকেশন উইক’ উৎযাপন করা হচ্ছে। প্রোগ্রামিং কোডিং নিয়ে শিক্ষার্থীদের ভীতি দূর করতে সপ্তাহব্যাপী ‘বেসিস আওয়ার অব কোড’ কর্মসূচির আয়োজন করেছে বেসিস ও বেসিস ইনস্টিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এই কার্যক্রমের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, ‘দেশের তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রা দ্রুতগতির হলেও দেশে তুলনামূলকভাবে কম্পিউটার বিজ্ঞান তথা বিজ্ঞানের শিক্ষার্থী কম। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবলের অভাব পূরণে বাংলাদেশিরা একটু চেষ্টা করলে সহজেই প্রবেশ করতে পারবে। এই ধরনের উদ্যোগ আগামীতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করা যেতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে পারলে তাদের এই বিষয়ে ভীতি দূর হবে। শুধু শিক্ষার্থী নয়, যে কাউকে প্রোগ্রামিংয়ে আগ্রহী করা প্রয়োজন। এতে দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ পাবে। এ জন্য প্রয়োজন শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞানে আগ্রহী করে তোলা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, পরিচালক ও ‘বেসিস আওয়ার অব কোড’ কর্মসূচির আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীস ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কাওসার উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০২:৩৬ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com