বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল জাজিরার ক্রিকেটে ফিক্সিং নতুন তথ্য ফাঁস

  |   সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | প্রিন্ট

আল জাজিরার ক্রিকেটে ফিক্সিং নতুন তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক: আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে নতুন বোমা ফাটিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। যারা কয়েক মাস আগেও গোপন ক্যামেরা অভিযান চালিয়ে একই দাবি তোলে এবং এই নিয়ে ক্রিকেটবিশ্ব তোলপাড় হয়ে যায়। এবার আরও নির্দিষ্ট ও চাঞ্চল্যকর অভিযোগ এনেছে তারা। ২০১১-১২ সালে ফিক্সিং হয়েছে, এমন ১৫টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে এই চ্যানেলটি। যার মধ্যে বিশ্বকাপের একাধিক ম্যাচ এবং লর্ডসে ভারতের টেস্ট ম্যাচও রয়েছে।
যেসব ম্যাচে ফিক্সিং হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার মতো বড় ক্রিকেট খেড়–ড়ে দেশের ম্যাচও রয়েছে।
ক্রিকেটে ফিক্সিং হয় বলে এর আগেও অভিযোগ করেছিল এই আন্তর্জাতিক এই চ্যানেল। সেই সময়ে তাদের গোপন ক্যামেরায় ধরা পড়েছিল ক্রিকেট ফিক্সিংয়ে কয়েকজন খলনায়কের কথাবার্তা। যেখানে তারা আলোচনা করেছিল, ক্রিকেটবিশ্ব জুড়ে কীভাবে ফিক্সিং হয়। কাঠগড়ায় উঠেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় সংশ্লিষ্ট দুই দেশের বোর্ড।

এই ফিক্সিং চক্রের অন্যতম নায়ক মুনাওয়ার এবার ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলেছেন, ২০১১-১২ মৌসুমে কোন কোন ম্যাচে ফিক্সিং হয়েছে। যা তার ফোনের কথাবার্তা রেকর্ড করে জানা গেছে বলে দাবি ওই চ্যানেলের।
২০১১ সালে ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্ট নিয়ে দাবি করা হয়েছে, ওই টেস্টের দশ ওভারের একটি অংশে কত রান হবে, তা নাকি আগে থেকেই নির্ধারিত ছিল। যে অংশ গড়াপেটা হয়েছিল বলে দাবি করা হয়েছে, দেখা যায় সেই অংশে সত্যিই অত রানই হয়েছিল এবং ‘ভবিষ্যদ্বানী’ অনুযায়ী সেই দশ ওভারের শেষ ওভারটি মেডেনই হয়। ম্যাচের আগেই এক ভারতীয় জুয়াড়ি দীনেশ খাম্বাট ওরফে ডিকেকে নাকি এই এমন কথা বলেন মুনাওয়ার। রোববার রাতে প্রচারিত এক ঘণ্টার তথ্যচিত্রে এই ফোন-কথোপকথনের রেকর্ডিং শোনানো হয়।
লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেই টেস্ট হয়েছিল ২০১১’র অগস্টে। যে ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯৬ রানে। প্রথম ইনিংসে কেভিন পিটারসেন ডাবল সেঞ্চুরি করেছিলেন। রাহুল দ্রাবিড় ও ম্যাট প্রায়র সেঞ্চুরি করেন। সদ্য অবসর নেয়া ভারতীয় পেসার প্রবীণ কুমার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এর আগে ২০১৭ সালে রাঁচীতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টেও গড়াপেটা হয়েছিল বলে দাবি করেছিল তারা। যে দাবি অবশ্য উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া বোর্ড।
২০১১ সালে ভারতে বিশ্বকাপ ক্রিকেটের পাঁচটি ম্যাচে ও ২০১২ সালে শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচেও এই ধরনের সেশন ফিক্সিং বা স্পট ফিক্সিং হয়েছে বলে অভিযোগ। যা মুনাওয়ারের কথার রেকর্ডিংয়ে শোনা যায়। তার দাবি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বহু ক্রিকেটার এই গড়পেটায় যুক্ত রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ নেই দাউদ-ঘনিষ্ঠ বলে পরিচিত ড়–নাওয়ারের। ক্রিকেটে গড়পেটা যে তার পক্ষে এমন কিছু কঠিন কাজ না, তাও গোপন ক্যামেরার সামনে গর্ব করে বলেছেন তিনি।
চ্যানেলটির দাবি, গড়াপেটার খলনায়কেরা ২৬টি ভবিষ্যদ্বানী করেছিল, তার মধ্যে ২৫টিই সঠিক ছিল। অভিযোগ, কয়েকটি ম্যাচে ৮-১০ ওভারের একাধিক সেশন ফিক্সিংও ছিল। এমনকি কয়েকটি ম্যাচে দুই দলের ক্রিকেটারদেরই ফিক্সিংয়ে জড়িয়ে নেয়া হয়। আল জাজিরার দাবি, কোন ম্যাচে কোন সেশনে ফিক্সিং হয়েছিল, তার বিস্তারিত তথ্যও নাকি তাদের কাছে আছে। কিন্তু সেগুলি তারা এখন প্রকাশ করবে না, পরবর্তীকালে সম্ভাব্য আইনি তদন্তের স্বার্থে।
রোববার এই চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসির দুর্নীতি দমন বিভাগ এই চ্যানেলের কাছে সহযোগিতা চেয়েছে। তাদের কাছে যা গোপন তথ্য ও প্রমাণ রয়েছে, তা আইসিসিকে দিতে অনুরোধ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৩৮ | সোমবার, ২২ অক্টোবর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com