বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনার মাধ‌্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুর সমাধান হবে’

  |   মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট

আলোচনার মাধ‌্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুর সমাধান হবে’

জাতির জনকের ভাস্কর্য ইস্যুতে কওমি আলেমদের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধোলাইপাড়ে মুজিব মিনার নির্মাণসহ ৫টি প্রস্তাবনা দিয়েছেন আলেমরা। সেটি থাকবে কি থাকবে না, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

আলেম-ওলামাদের সঙ্গে আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।,

মন্ত্রী বলেন, ‘কোনো রকম আন্দোলন করবেন না তারা। বঙ্গবন্ধু ভাস্কর্যসহ পাঁচটি দাবি আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে চান তারা। আমরা মনে করি, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ যেন ভাঙচুর বা আইনশৃঙ্খলা নষ্ট না করে, সে বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। ফেসবুকের মাধ্যমে বা কোনোভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে না, সে ব্যাপারে আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ফেসবুকের অপপ্রচার বন্ধে আমাদের সজাগ হতে বলেছেন।’,

সোমবার রাতের কওমি আলেমদের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন। তারা যে পাঁচটি প্রস্তাব দিয়েছেন সেসব নিয়ে আলোচনা চলবে।’

‘আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। সরকার কখনোই নতজানু নীতি বিশ্বাসী করে না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করব না।’,

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা এসব দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের এই প্রস্তাব য় প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। তিনি বিষয়টি নিয়ে সার্বিকভাবে, বড় পরিসরে আলোচনা করবেন। তারপরই এসব ব্যাপারে সিদ্ধান্ত হবে।’,

Facebook Comments Box
advertisement

Posted ১৪:১৫ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com