শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনার সন্তান ঘরের ভেতর কী করছে কী দেখছে, খোঁজ নিন

  |   সোমবার, ২৪ জুন ২০১৯ | প্রিন্ট

আপনার সন্তান ঘরের ভেতর কী করছে কী দেখছে, খোঁজ নিন

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, পরিবারিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজিক ও রজনৈতিকভাবে জঙ্গিবাদ নির্মূল সম্ভব। এক্ষেত্রে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সোমবার রাজধানীর গুলশানের হোটেল ব্লু-বেরিতে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক দিনব্যাপ্যী কর্মশালায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আপনার সন্তান ঘরের ভেতর কী করছে ? কোন সাইট ব্রাউজ করছে, কী দেখছে, তার খোঁজ নিন। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে টিফিন টাইমে কী করে তা শিক্ষককদের খোঁজ নেওয়ার দায়িত্ব। সবার সঙ্গে সমন্বয় করা গেলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব।’

নাগরিকদের তথ্য সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরবাসীকে টেকসই নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আমরা তথ্য সংগ্রহ সপ্তাহ পালন করি। অভূতপূর্ব সাড়া পেয়েছি। সারা বাংলাদেশে যেটি নেই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেটি করেছি। নতুন করে আরো পাঁচ লাখ নাগরিকের তথ্য ডিএমপির ডাটাবেসে যুক্ত হবে বলে আশা করছি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ যদি ব্যক্তি স্বার্থে খারাপ কাজ করে তাহলে সে দায়ভার আমরা নেব না। সব পুলিশের মধ্যে দুয়েকজন খারাপ থাকতে পারে। এ জন্য পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা ঠিক না।’

ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ ছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৪ | সোমবার, ২৪ জুন ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com