শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে: ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশের মানুষ আজ এই সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। আগামী দিনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। আর কোনো বিকল্প নেই।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

গ্যাস, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ১৯৭৫ সালে বাকশাল কায়েম করা হয়েছিল। মাত্র চারটি পত্রিকা ব্যতীত সকল গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সকল ক্ষমতায় এক ব্যক্তি কেন্দ্রিক করা হয়েছিল। আজকেও স্বাধীনতার ৫০ বছর পরে এসে এই ফ্যাসিবাদী, ভোট ডাকাত, ব্যাংক ডাকাতি সরকার আবার বাকশাল কায়েম করেছে। কালো আইন দিয়ে বাংলাদেশের মিডিয়াকে কুক্ষিগত ও নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, সেই বাকশালে যেমন বিচারপতিকে নিয়োগ দেওয়ার ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যাস্ত করা হয়েছিল এখনও সরকারের সময় এসকে সিনহাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। ঠিক একই কায়দায় আবারও বাকশালের এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে।

ইশরাক বলেন, ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশের পূর্বে যেভাবে নেতা কর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, সারাদেশে নেতা কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন মুক্ত করে আনতে পারব সেদিনের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা যদি আমাদের নেত্রীকে মুক্ত করতে না পারি তাহলে দেশের মানুষের মাঝে কীভাবে গণতন্ত্র ফিরিয়ে দেবো।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে সেখান থেকে দেশকে উদ্ধার করে আনতে হবে। কোনো ভয় পাবেন না, জনগণ আমাদের সাথে রয়েছে। বিজয় আমাদের সুনিশ্চিত।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্ট, চেয়ারপারসনে উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, মীর শারাফাত আলী সপু, তাবিথ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হাসান প্রমুখ উপস্থিত রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৪ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com