বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে নিজেদের পকেট ভারী করছে: জয়নুল আবদিন ফারুক

  |   সোমবার, ০২ মার্চ ২০২০ | প্রিন্ট

আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে নিজেদের পকেট ভারী করছে: জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ক্ষকতাসীন সরকারের কড়া সমালোচানা করে বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে, মেগা প্রজেক্টের নামে নিজেদের পকেট ভারী করছে। জনগণের কোনো উন্নয়নের সরকার তারা না।

সোমবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় ধরে বন্দি। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের স্ত্রী আজ কারাগারে। বেগম জিয়া অসুস্থ, তার চোখ দিয়ে পানি পড়ে, ডান হাত উঠাতে পারেন না। আমরা যখনই তার জামিনের আবেদন জানাচ্ছি তখনই কোর্ট জামিনের আবেদন খারিজ করে দিচ্ছেন। আমরা বলতে চাই এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে।

সরকারের উদ্দেশ্য বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পাপিয়া-নাটক করেন, ক্যাসিনো-নাটক করেন। একটির পর একটি ইস্যু তৈরি করে বিএনপির আন্দোলনকে কোণঠাঁসা করেন। আপনারা বিএনপির আন্দোলনকে আন্ডার এস্টিমেট করবেন না।

ফারুক বলেন, এই সরকারের কাছে কোনোদিনও আদালতের মাধ্যমে খালেদা জিয়ার জামিন হবে- সেটা বিশ্বাস করা যায় না। যখনই আন্দোলনের ডাক দেব, যখনই কর্মসূচির ঘোষণা দেব, তখনই বলে অনুমতির প্রয়োজন। সেই অনুমতি কোনোদিনও মেলে না। আমরা রাজপথে নামতে পারি না। যদি কখনও কৌশলগতভাবে রাজপথে নামি তখন আমাদের ওপর হামলা হয়। আপনারা অনুমতি দেবেন না, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবেন না; তারা মানে আমরা মনে করি আন্দোলন ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ নেই।

তিনি বলেন, লগি-বৈঠা দিয়ে যারা ক্ষমতায় আছেন তারা কৌশল করে বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করছেন। রাজনৈতিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছেন। আমি অনুরোধ করব অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিন ও তেল-বিদ্যুতের দাম বাড়ানোর জন্য যে পরিকল্পনা করেছেন তা বাতিল করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কামরুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫১ | সোমবার, ০২ মার্চ ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com