বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও প্রশাসন এখন গণশত্রু: ফখরুল

  |   শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

আওয়ামী লীগ ও প্রশাসন এখন গণশত্রু: ফখরুল

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ প্রশাসন এখন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে।

শনিবার  সকালে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লায় যাত্রাবিরতিতে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পূর্বের সহিংসতা, নির্বাচন দিনের সহিংস ও নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে আজ গোটা বাংলাদেশে সহিংস, ত্রাস, ভীতি ও নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি, নোয়াখালীতে আমাদের একজন বোন ধর্ষিত হয়েছে, আমরা নিন্দা জানিয়েছি। জনগণের কাছে আমরা আহ্বান জানিয়েছি, এই সহিংসতাকে তাদের প্রতিরোধ করা প্রয়োজন রয়েছে।

সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান ঐক্যফ্রন্টের এই মুখপাত্র।

এর আগে সকাল সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হন মির্জা ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সফরে ফখরুলের সঙ্গে রয়েছেন নোয়াখালীর ওই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

এ ছাড়া কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌথুরী এ্যানি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া এই সফরে রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৮ | শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com