বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইনজীবীরা সাধারণ জনগণের: রাষ্ট্রপতি

  |   মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮ | প্রিন্ট

আইনজীবীরা সাধারণ জনগণের: রাষ্ট্রপতি

মামলা করতে শুধু বড় লোকেরা আসেন না, গরিব লোকেরাও আসেন। বিচারপ্রার্থীরা যেনো আইনজীবীদের ওপর আস্থা না হারায়। মনে রাখতে হবে আইনজীবীরা সাধারণ জনগণের।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।

রাষ্ট্রপতি বলেন, প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আর তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে। জনগণ যাতে কম টাকায় আইনি সেবা পায়, সে দিকেও লক্ষ্য রাখতে হবে আইনজীবীদের।

কোনো আইনজীবী বা তার ভাইয়ের বিরুদ্ধে কেউ মামলা করলে অন্য কোনো আইনজীবী তার পক্ষে মামলা লড়েন না। যেটা আইনের শাসনের পরিপন্থি। এ আচরণ থেকে সরে আসতে হবে, যোগ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ব্রত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। নিজেদের অর্থায়নে পদ্মাসেতুসহ নানান উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে।

এসময় মন্ত্রী জেলা বারের নতুন ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-জেলা ও দায়রা জজ মাহবুব-উল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম শহিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং জেলার আইনজীবীরা।

পরে রাষ্ট্রপতি জজকোর্টের তৃতীয় তলার সম্প্রসারিত ভবন ও জজকোর্টের প্রধান ফটক উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

রাতে কিশোরগঞ্জ শহরে নিজের বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি। পরদিন বুধবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামের উপজেলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Facebook Comments Box
advertisement

Posted ২২:০১ | মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com