শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে সরকারি অনুদানের ৩৫ হাজার টাকা পেয়েছে নিহতদের পরিবার

  |   বুধবার, ১১ জুন ২০১৪ | প্রিন্ট

sylet

নোমান বিন আরমান : স্টেডিয়ামের দেয়াল ধসে নিহতদের পরিবারকে বরাদ্দ করা জেলা প্রশাসকের অনুদানের টাকা অবশেষে নিহতদের পরিবারের কাছে পৌঁছেছে। বুধবার সন্ধ্যায় এ অর্থ নিহতদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলে জানানসিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুব হোসেন। এর আগে অর্থ না পৌঁছার পেছনে সিলেটের সকাল-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়।

বুধবার দুপুরে নিহতদের পিতা আজান আলী সিলেটের সকালকে জানিয়েছিলেন, এখন পর্যন্ত আমরা সরকারি কোনো সাহায্য পাইনি। এ পর্যন্ত সাকুল্যে ৩৬ হাজার ৫০০ টাকা অনুদান পেয়েছেন তারা। এসবগুলোই ব্যক্তি খাতের। এরমধ্যে ৩০ হাজার টাকা দিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমেদ সেলিম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদ ১৫শ’, আর লাক্কাতুরা চা বাগানের এমডি-ম্যানেজার মিলে দিয়েছেন পাঁচ হাজার টাকা। এর বাইরে কোনো অনুদান এখনো তারা পাননি।  জেলা প্রশাসকের বরাদ্দ টাকার খবরও তিনি জানেন না বলে সিলেটের সকালকে জানিয়েছিলেন।

বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, আমাদের ত্রাণ তহবিলের ৩৫ হাজার টাকার চেক গতকালই (মঙ্গলবার) ইউএনওকে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, টাকাগুলো নিহতের পরিবারকে পৌঁছে দিতে।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুব হোসেন বেলা সোয়া তিনটার দিকে জানান, তিনি কমিশনার কার্যালয়ে সকাল থেকে একটি মিটিংয়ে আছেন। চেকটি উপজেলা অফিসে পৌছেছে কি না বলতে পারছেন না। এ ব্যাপারে পিআইও বলতে পারবেন।

সদর উপজেলার পিআইও মিরোদ চন্দ্র দাস ৩টা কুড়ি মিনিটে জানান, চেকটি তাদের হাতে পৌঁছেছে। এখনই সেটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এর মিনিট কয়েক পরেই তিনি ফোন করে জানান, সন্ধ্যায় ইউএনও এলে তার স্বাক্ষর নেওয়ার পর চেকটি নিহতদের পরিবারকে দেওয়া হবে। ৩৫ হাজার টাকার এই চেকে গতকালই জেলা প্রশাসক স্বাক্ষর করেছেন বলেও তিনি জানান। সন্ধ্যার দিকে ইউএনও এ অর্থ নিহতদের পরিবারের কাছে পৌঁছেছে বলে সিলেটের সকালকে নিশ্চিত করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বৃষ্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল ধসে নিহত হয়েছেন চাপাতল পল্লীর আজান আলীর মেয়ে নাসিমা বেগম (১৮), ছেলে জাহেদ মিয়া (১৩) ও ভাতুষ্পুত্র (পিতা মৃত কুতুব মিয়া) রুহুল মিয়া (১২)।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫৯ | বুধবার, ১১ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com