বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে পাওয়া যাবে বিস্ফোরক পরিদফতরের ১৮ সেবা

  |   শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | প্রিন্ট

অনলাইনে পাওয়া যাবে বিস্ফোরক পরিদফতরের ১৮ সেবা

অনলাইনে পাওয়া যাবে বিস্ফোরক পরিদফতরের ১৮ ধরনের সেবা। শনিবার (৩ অক্টোবর) বিস্ফোরক পরিদফতরের অনলাইনে সেবা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অনলাইনে এ কর্মশালার উদ্বোধন করেন।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ্জ্বলনীয় রাসায়নিক পদার্থ আমদানিকরণের অনাপত্তি, সিলিন্ডার, সিলিন্ডারের ভাল্ব আমদানিকরণের লাইসেন্স, প্রজ্জ্বলনীয় এবং বিপজ্জনক পদার্থ আমদানিকরণের অনুমতি, গ্যাসাধার আমদানিকরণের পারমিট, খনিজ সম্পদ অনুসন্ধানে ব্যবহার্য বিস্ফোরক আমদানিকরণের লাইসেন্স এবং পারমিট, নবায়ন সংশ্লিষ্ট আবেদন, পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ্জ্বলনীয় তরলপদার্থ আমদানি ও মজুদকরণের লাইসেন্স, স্থল পথে বিস্ফোরক পরিবহণের লাইসেন্স, সর্বসাধারণের প্রদর্শনের জন্য আতশবাজির লাইসেন্স, এলপিজি মজুদকরণ অথবা মজুদ ও সিলিন্ডারে উক্ত গ্যাস ভর্তির জন্য লাইসেন্স, বিস্ফোরক ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে বা স্থায়ীভাবে ম্যাগাজিনে/বাঙ্কারে বিস্ফোরক অধিকারে রাখার লাইসেন্স, জলপথে/আকাশপথে বিস্ফোরক পরিবহনের লাইসেন্স, গ্যাসাধারে গ্যাস (এলপিজি) মজুদকরণের লাইসেন্স, পরিবহন যানে গ্যাসপূর্ণ (এলপিজি ছাড়া অন্যান্য গ্যাস) আধার পরিবহণের লাইসেন্স, পরিবহন যানে এলপিজি পূর্ণ আধার পরিবহনের লাইসেন্স, মোটরযানের জ্বালানি হিসাবে সরবরাহের উদ্দেশ্য ট্যাঙ্কে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স, নদী পথে (জলযানে) ট্যাঙ্কারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স, সড়ক পথে ট্যাঙ্কারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স- এ ১৮ ধরনের সেবা দেয় বিস্ফোরক পরিদফতর। এসব সেবা এখন অনলাইনে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহার বান্ধব হতে হবে। কেননা মানুষ পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে চায় না।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন সেবা, সময় ও অর্থের সাশ্রয়ের সঙ্গে দুর্নীতিও লাঘব করবে। অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাইসেন্স তৈরি ও নবায়ন করা গেলেও টাইম-লাইন সুস্পষ্ট করা হয়নি।’

 

এছাড়াও পুরাতন ডাটা ও নথি ডিজিটালাইজড করারও নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ টু আই প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান ও প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জরুল হাফিজ অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪০ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com