শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে নির্বাচনকালীন সরকার, স্থান হবে না টেকনোক্র্যাটদের: ওবায়দুল কাদের

  |   মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট

অক্টোবরে নির্বাচনকালীন সরকার, স্থান হবে না টেকনোক্র্যাটদের: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার অক্টোবরের মাঝামাঝি গঠন করা হবে। তবে এই সরকারে বাইরের কেউ থাকবে না। টেকনোক্র্যাট কেউ থাকবে না। মন্ত্রিসভার আকার ছোট হবে

মঙ্গলবার  সকাল ১১টায় সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে অনষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সময়ের মধ্যে নিজ দলীয় প্রার্থীও চূড়ান্ত করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সম্পর্কে তিনি বলেন, কে মনোনয়ন পাবেন আর কে পাবেন না তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন। অক্টোবরেই সব প্রার্থী চূড়ান্ত করা হবে। এরইমধ্যে ৬০-৭০ জন সম্ভাব্য প্রার্থীকে মাঠে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে গ্রিন সিগন্যাল দিয়েছেন।

বির্তকিতরা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না বলে জানিয়ে কাদের বলেন, কাকে মনোনয়ন দেওয়া হবে এমন সিদ্ধান্ত কোনো প্রার্থীকে এখনও জানানো হয়নি। যাদের অবস্থান জনগণের কাছে ভালো তাদের কিছু টিপস দেওয়া হয়েছে। তাদের আরও গণমুখি প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে।

সেতুমন্ত্রী জানান, জাতীয় পার্টি মন্ত্রিসভায় দুই একজনকে রাখার জন্য অনুরোধ জানিয়েছ। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মন্ত্রিসভার আকার গতবারের মতোই হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে। আর বিএনপি আসলে জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। সবক্ষেত্রে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে।

ট্রেনে করে উত্তরবঙ্গ সফরের সমালোচক মিডিয়ার উদ্দেশ্যে কাদের বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে কয়েক লাখ লোকের দুর্ভোগ হয়েছে সেটা মিডিয়ায় আসেনি। ট্রেনের যাত্রী ছিল ৬৫০ জন। সেটা খুব বড় দুর্ভোগ হিসেবে মিডিয়া প্রচার করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, তার চিকিৎসার চেয়ে অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। তার অসুস্থতাকে বিএনপি নেতারা ইস্যু বানাতে চায়। ওনার চিকিৎসা দরকার হলে সর্বোচ্চ ভালো চিকিৎসা যেখানে হবে, সেখানেই নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪৯ | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com