আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বন্দুকের নল থেকে যাদের জন্ম তাদের সাথে রাজনীতির অঙ্গনে কীভাবে সুসম্পর্ক রাখবো? শেখ হাসিনা উদার। যারা ৭৫’এ জড়িত তারাই ২১ আগষ্টে জড়িত। দেয়াল হয়েছে ৭৫’এ, আরও উঁচু হয়েছে ২১ আগষ্টে।
আজ রাজধানীর শিল্পকলায় শিল্পকর্ম প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের ঘাতকদের সাথে রাজনৈতিক অঙ্গনে কীভাবে সুসম্পর্ক রাখবেন; এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের সাথে হওয়া ৭৫ এর কর্মসম্পর্কের দেয়াল ২১ আগস্টে আরও উঁচু হয়েছে।
কাদের আরও বলেন, বিএনপি ১৫ আগষ্টে জড়িত না থাকলে, জিয়া জড়িত না থাকলে ঘাতকদের কেন বিদেশে চাকরি দিলো। রায় দুর্লভের স্থানে জিয়াউর রহমান। এর জবাব বিএনপি কখনো দিতে পারবে না।