নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড়ে যাওয়ার পথে আওয়ামী লীগের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচি বিল্লাল মিয়াজীসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীরা।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির বলেন, শেখ হাসিনা কমিশন তফসিল ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করেছে। হাতে হাতেগোনা ২/৪টি দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নেবে না। এই নির্বাচনে যারা অংশ নেবে তারা জাতীয় বেইমান। বাংলার জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখান করবে।
Posted ০৮:৪৭ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain