
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনসহ স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রাজধানীর ফার্মগেটে দুর্গাপূজাত্তোর পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চন্দ্রিমা সনাতন সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। ফার্মগেটে দুর্গাপূজাত্তোর পুনর্মিলনী অনুষ্ঠানে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হলেও নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, দুই-একদিনের মধ্যেই দূরপাল্লার বাসে যাত্রী সংকট কেটে যাবে। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।
Posted ১৫:০৩ | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain