নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা প্রায় আধাঘণ্টা মদনপুর ত্রিমুখী সড়কে অবস্থান করে অবরোধের সমর্থনে স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
বিএনপি নেতাকর্মীদের আকস্মিক উপস্থিত ও গাড়ি ভাঙচুর দেখে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোড়ের দোকানপাঠ বন্ধ হয়ে যায়। সড়কের যানবাহনগুলো নিরাপদ স্থানে চলে যায়। ঘটনার আধাঘণ্টা পর পুলিশ এসে টহল জোরদার করে। এর আগেই স্থান ত্যাগ করেন বিএনপির নেতাকর্মীরা।
Posted ০৭:০৩ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain