নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
সিলেট নগরী ও আশপাশের এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার (১ এপ্রিল) রাত ৯টায় এতথ্য জানান সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন।
তিনি বলেন, বিমানবাহিনীর রাডার ইমেজ অনুযায়ী সিলেট শহর ও এর আশপাশের এলাকায় বজ্র মেঘ রয়েছে। এর প্রভাবে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ সজিব হোসেন আরও বলেন, ‘বজ্রবৃষ্টির যে আভাস রয়েছে সেটি ৩-৪ ঘণ্টা থাকতে পারে। তবে রোববারের মতো শিলাবৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। অবশ্য এটি কেটে গেলে পরবর্তী সময়ে নতুন করে আভাস থাকতে পারে।
এর আগে সিলেটসহ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের প্রবল ঝড়ের পূর্বাভাস জারি করে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
Posted ১৬:৫১ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain