মঙ্গলবার ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

তদন্ত সাপেক্ষে প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

 

বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবর বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ যদি কোথাও কর্মসূচি দেয়, সেই কর্মসূচি পালনের অধিকার মানুষের আছে। সেটা তারা দিতে পারেন। কিন্তু একজন স্বাধীনভাবে যেন চলতে পারে সেটাও তার অধিকার। সেই ব্যক্তির স্বাধীন চলাফেরায় বাধা সৃষ্টি করলে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা গ্রহণ করতে যাচ্ছি।

 

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন নিরাপত্তার কোনো ঘাটতি কোন ছিল না জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। যখন তারা উশৃঙ্খল আচরণ করেছে আমরা তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু কোনো কারণ ছাড়াই তারা হঠাৎ একটি বাসে আগুন দিয়েছে। তখন একটি বাসে লোকজন আসছিল সেই বাসে তারা হামলা করেছে। সেদিন কিন্তু অবরোধের কোনো কর্মসূচি ছিল না। রাস্তা বন্ধ থাকবে এমন কোনো কর্মসূচিও ছিল না। তারপরেও অহেতুক তারা আমাদের ও সাধারণ মানুষের ওপর হামলা করেছে। যখন কেউ বাসে আগুন দেয় মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, সরকারি সম্পদ নষ্ট করে তখন তো তা প্রতিহত করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেছি। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল আমরা তাদেরকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার আমরা ততটুকু করেছি। তার বেশি করিনি।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়ান আরিফী এবং সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীর বিষয়ে করা প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিষয়টি যাচাই করে দেখছি। এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা কিছু প্রকাশ করতে চাচ্ছি না। আমরা প্রতিটি জিনিস খতিয়ে দেখছি।’

Facebook Comments Box
advertisement

Posted ০৮:২১ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: