
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
হরতালের দিনের মতো অবরোধেও নেতাকর্মী শূন্য বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। আশপাশেও দেখা যায়নি কাউকে। তবে আগের মতোই কড়া প্রহরা আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে অবরোধের সকালে দেখা যায়নি শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর নয়াপল্টনের কার্যালয়ের সামনের ক্রাইম সিন বেষ্টনী।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে ক্রাইম সিনের বেষ্টনী প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। তবে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধ।
এদিকে অবরোধের প্রথম দিন সকালে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল কম। অন্যদিকে অবরোধ কর্মসূচি ঘিরে পুলিশকে ওই এলাকায় সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, সকাল থেকে আমাদের ইউনিট এখানে অবস্থান করছে। কার্যালয়ের আশপাশে এখনও বিএনপি নেতাকর্মীদের কাউকে দেখতে পাইনি। এখন পর্যন্ত নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছে বিজিবি।
Posted ০৭:০৫ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain