সোমবার ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার কাছে কিউইরা হারলে যে ক্ষতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

শ্রীলংকার কাছে কিউইরা হারলে যে ক্ষতি বাংলাদেশের

চলমান ওয়ানডে বিশ্বকাপে এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে তিন দল। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠার দৌড়ে ভালোভাবে এগিয়ে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। তারা যেমন লড়বে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য তেমনি বাংলাদেশ, শ্রীলংকা লড়াই করছে চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিতের জন্য।

এমন সমীকরণ মাথায় নিয়ে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে শ্রীলংকা এবং নিউজিল্যান্ড। বিশ্বমঞ্চে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে পাকিস্তান এবং বাংলাদেশের। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। আর শ্রীলংকা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের দৌড়ে।

আজ লংকানরা যদি কিউইদের হারাতে পারে তাহলে সবচেয়ে বড় সুবিধাটা পাবে পাকিস্তান। সেক্ষেত্রে ১১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে নূন্যতম ব্যবধানে জয় পেলেও বাবর-রিজওয়ানরা চলে যাবে সেমিফাইনালে। কারণ, পাকিস্তানকে টপকে আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া অনেকটাই অসম্ভব।

শ্রীলংকার জয়ে পাকিস্তানের যেখানে সুবিধা হবে সেখানে বিপাকে পড়বে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জিতে এরই মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলেছে ইংল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে সাকিবরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পায় এবং আজকের ম্যাচে শ্রীলংকা যদি জেতে তাহলে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা নিয়ে বড় রকমের সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার জন্য আজ নিউজিল্যান্ডের জয়ের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

আর বৃষ্টির কারণে যদি শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয় সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পেলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৪৮ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com