
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পূর্বদিল্লির পাণ্ডব নগরে আগের পক্ষের ছেলের সহায়তায় স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামীকে হত্যার পর মরদেহ ১০ টুকরা করে ফ্রিজে ঢুকিয়ে রাখেন স্ত্রী।
দেশটিতে শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার সঙ্গে এ ঘটনার বিস্ময়কর মিল রয়েছে। শ্রদ্ধা ওয়াকারের নৃশংস হত্যাকাণ্ডের রেশ না কাটতেই শহরটির পূর্বাঞ্চলে এ ঘটনা সামনে এলো।
ওই নারী ও তার ছেলে জঘন্য অপরাধের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। তবে তারা হত্যার শিকার অঞ্জনের এখন পর্যন্ত ছয়টি টুকরা উদ্ধার করতে পেরেছে।
গ্রেফতার পুনম বলেন, তার গয়না বিক্রি করে স্বামী অঞ্জন দাস তার প্রথম স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছেন। বিষয়টি জানতে পেরে তিনি ক্ষিপ্ত হন। তারপর তিনি আগের পক্ষের ছেলে দীপকের সঙ্গে খুনের পরিকল্পনা করেন। ২০১৭ সালে ক্যানসারে মারা যান পুনমের আগের স্বামী। তারপর অঞ্জন দাসের সঙ্গে তার বিয়ে হয়।
এদিকে, পুনমের আগের ঘরের ছেলে দীপক জানান, তিনি এ পরিকল্পনায় এক হন। কারণ, অঞ্জন দাস তার স্ত্রীকে হেনস্তা করেছিলেন।
আসামিরা পুলিশকে জানান, জুন মাসে অঞ্জন দাসকে খুন করা হয়। প্রথমে তারা ওষুধ মিশিয়ে অঞ্জন দাসকে অজ্ঞান করেন এবং পরে তাকে হত্যা করেন। এরপর দুজনেই মরদেহ কেটে টুকরা টুকরা করে ফেলেন।
এর আগে, শ্রদ্ধা ওয়াকারকে খুন করে ২৮ বছর বয়সী আফতাব পুনেওয়ালা, হত্যার পর মরদেহ ৩৫ টুকরা করে দক্ষিণ দিল্লির মেহরাউলি জঙ্গলে ফেলে দিয়েছিল আফতাব।
Posted ১৪:৪৯ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain