
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
আজ শুভ দীপাবলি। অন্ধকার, অন্যায় দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠায় আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এদিন কার্তিকী অমাবস্যায় রাতে পালিত হবে শ্যামাপূজাও।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা মা কালির। বেশির ভাগ দেব-দেবীর পূজা দিনে হলেও কার্তিকী অমাবস্যায় রাতে হয় শ্যামাপূজা। শ্যামাপূজার সন্ধ্যায় মন্দির ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদ্যাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হয়।
সনাতন ধর্মগ্রন্থ পুরাণ মতে, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।
ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ পুরান ঢাকার অনেক এলাকায় মণ্ডপে বেশ ঘটা করে শ্যামাপূজা হয়। রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কালীপূজার আয়োজন রয়েছে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে শ্যামাপূজা উদ্যাপিত হবে। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হবে আগত ভক্তদের মাঝে।
দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। সন্ধ্যায় দেশ জাতির মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হবে। রাত ১২টায় কালীপূজা শেষে অঞ্জলি দেবেন ভক্তরা।
Posted ০৬:৩৫ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain