
| বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
শেরপুর প্রতিনিধি : নারায়নগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ র্যালীতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে শোক র্যালী গৃদা নারায়নপুর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র চন্দ্র মজুমদার, সহ-সভাপতি মীর কাসেম, মুর্শেদুজ্জামান, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রদল সভাপতি মো. শওকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রানা, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিউনসহ যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শোক র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের গুলি, এ লজ্জা কার ? এ সরকার শুধু মানুষের কথা বলা বা ভোটের অধিকারই হরণ করেনি। রাষ্ট্রের সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে একজন নাগরিকের বেঁচে থাকার সকল অধিকার হরণ করেছে। এ সরকারের ক্ষমতায় থাকার কোন যোগ্যতা নেই। এ সরকারকে আন্দোলন সংগ্রাম ছাড়া হটানোর কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে সবাইকে সব সময়ের জন্য প্রস্তুত থাকার আহŸান জানান তিনি।
Posted ১২:৩০ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin