মঙ্গলবার ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শান্তির নামে যারা সমাবেশ করে, তারাই অশান্তিতে লিপ্ত : টুকু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

শান্তির নামে যারা সমাবেশ করে, তারাই অশান্তিতে লিপ্ত : টুকু

খুলনায় তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে জেলা পর্যায়ে বাস বন্ধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, দেশ বাঁচাতে সোমবার (১৭ জুলাই) খুলনায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে আমরা সমাবেশের অনুমতিও পেয়েছি। কিন্তু সরকার সমাবেশে নানা কায়দায় বাধা দেয়। কিন্তু জনস্রোতের কাছে, তরুণ সমাজের কাছে কোনো বাধা টিকে থাকে না। বিগত সমাবেশগুলোতে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের তরুণসমাজ সেটি সফল করেছে।

তিনি আরও বলেন, প্রশাসনের কিছু অতি উৎসাহী ব্যক্তি জেলা পর্যায়ে বাস বন্ধের চেষ্টা করছে। শুভবুদ্ধির উদয় হবে তাদের। তারা এই কাজ থেকে বিরত থাকবে। কারণ সভা-সমাবেশে বাধা দেওয়ার দায়িত্ব তাদের না। তারা রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারী। এই রাষ্ট্র সবার, কোনো দলের না। কাজেই বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকবেন। আমাদের গণতান্ত্রিক সভা-সমাবেশে আপনারা সহযোগিতা করবেন। ইতোমধ্যে আমাদের চারটি সমাবেশ হয়েছে। শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করেছি। কোথাও আমাদের সমাবেশে কোনো ঝামেলা হয়নি। বরং শান্তির নামে যারা সমাবেশ করে তারাই অশান্তিতে লিপ্ত। তাদের ১২ জুলাইয়ের সমাবেশেই দেখা গেছে তারা চেয়ার ছোড়াছুড়ি করেছে, অশান্তিতে লিপ্ত হয়েছে। কাজেই আমাদের সমাবেশ সব সময় শান্তিপূর্ণ।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না। আমরা নির্যাতন-নিপীড়নের শিকার। আমরা তরুণ সমাজের পক্ষে মাঠে নেমেছি। তরুণ সমাজকে আহ্বান জানিয়েছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তরুণরা যখন কোনো দাবি নিয়ে মাঠে নেমেছে, তখন তরুণদের বিজয় হয়েছে। ন্যায়সংগত দাবি নিয়ে আমরাও মাঠে নেমেছি, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আজকে হায়নার কবলে পড়েছে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে। তারুণ্যের সমাবেশ তরুণদের জনসমুদ্রে রূপ নেবে। এ দেশের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৪৮ | রবিবার, ১৬ জুলাই ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: