নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিকশাচালকরাও স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর।
শনিবার (৩ আগস্ট) বেলা দুইটার আগ থেকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন শহীদ মিনার চত্বরে। তাদের আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে সারকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন উপস্থিত রিকশাচালকরা।
এদিকে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে৷ এর আগে বিক্ষোভ মিছিলে যোগ দিতে নির্ধারিত সময়ের আগে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় এসে জড়ো হতে শুরু করেন। দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ বেদীর সামনে সমবেত হন তারা৷ এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে আসতে দেখা গেছে।
গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা দেন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করেন।
Posted ১১:৪২ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain