নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিশ্বকাপের ৩৭তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচ দুই দলের জন্যেই শক্তিমত্তা পরীক্ষার লড়াই। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে।
আসরে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি ভারত। অন্যদিকে ব্যাটিংয়ে প্রতিপক্ষকে স্রেফ চুরমার করে দিচ্ছে আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটনের জন্ম দিলেও বাকি সবগুলো ম্যাচই জিতেছে টেম্বা বাভুমার দল। এই ম্যাচে তাই হয়ে দাঁড়িয়েছে শক্তিমত্তার পরীক্ষার লড়াইও।
চলমান আসরে জয়-পরাজয়ের হিসেবে সমানে সমান লড়াই করছে দুই দল। এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। সমান ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ প্রোটিয়াদের সামনে শীর্ষে ওঠার সুযোগ।
Posted ০৮:৩৫ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain