নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়।
আজ সকালে পুরান ঢাকার আরমানিটোলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর নিধন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
যার যার অবস্থান থেকে প্রত্যেকেই সচেতন হয়ে ডেঙ্গু নিধনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুর সময়ে প্রথম দিনে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ ছাড়া ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি টিম কাজ করছে।
যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে কাজ করার আহ্বানও জানিয়ে, নিজ উদ্যোগে পাড়া-মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা।
Posted ০৮:২৫ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain