নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। একই সঙ্গে সাবেক মিডিয়া উইং কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮ বদলি করা হয়েছে।
আজ র্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এছাড়া র্যাব-৪ এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র্যাব সদর অবস উইংয়ে। লেফটেন্যান্ট কর্নেল কাজী যোবায়ের আলম শোভনকে র্যাব-৮ থেকে র্যাব-৩ এ, লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৩ থেকে র্যাব-৫ এ বদলি করা হয়েছে।
Posted ১১:৫৮ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain