নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
সিলেট-ঢাকা রেল সড়কের গাজীপুরের পূবাইলে রেললাইনে ভেঙে গেছে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভাঙা অংশে যাত্রী ভর্তি ঢাকা মেইল ট্রেন আটকা পরেছে বলে জানা গেছে।
আজ সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল আড়িখোলা রেলস্টেশন এলাকায় রেল লাইনের একটি অংশ ভাঙা দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা দ্রুত বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে যান। এসময় যাত্রী নিয়ে ওই পথে আসা ট্রেন আটকা পড়ে।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাস্টার বিষয়টি নিশ্চিত করেন।
Posted ০৯:১৬ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain