নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
তথ্যও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রের ওপর হামলাকারীরা চিহ্নিত। তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। নিছক রাজনীতি বলে রাষ্ট্রের ওপর এ হামলার দায় এড়ানোর সুযোগ নেই।
আজ সচিবালয়ে জাতীয় দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
তথ্যও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা, হাসপাতালে, জাজেস কমপ্লেক্সে হামলা হয়েছে, যা আগে কখনো হয়নি।
তথ্যও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, সেদিন জঘন্যভাবে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কায়দায় পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডেমরায় ট্রাক ও বাসের সঙ্গে ঘুমন্ত হেলপারদেরও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরপর হরতাল-অবরোধ ডেকে যানবাহন ও মানুষের ওপর চোরাগোপ্তা হামলা করা হয়েছে। রাজনীতির নামে এমন সন্ত্রাসবাদ কোনোভাবেই কাম্য নয়।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির হামলায় শতাধিক পুলিশ ও ৩০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। এসব হামলার ভয়াবহতা সম্পর্কে দেশের জনগণকে জানানোর দায়িত্ব গণমাধ্যমের। দেশের প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের নির্যাতনের ঘটনা তুলে ধরতে হবে। সাংবাদিকদের মানহানির বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। কথায় কথায় যারা মানবাধিকারের কথা বলে, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিবৃতি দেয় এখন তাদের কোনো বিবৃতি দেখিনি। তারা কেন নিশ্চুপ, সেটি তাদের মনে করিয়ে দিতে হবে। আর এটা সম্ভব গণমাধ্যমের বদৌলতে।
তথ্যও সম্প্রচারমন্ত্রী বলেন, যেসব সাংবাদিক হামলা-নির্যাতন-নির্মমতার শিকার হয়েছেন তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মামলা করতে পারবেন। পাশাপাশি আহত সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসার জন্য সহায়তা দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন- ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহম্মদ আলী, ডেইলি সানের প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী, ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, প্রতিদিনের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম, ডেইলি পিপলস লাইফের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, আমাদের নতুন সময়ের সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক ভোরের আকাশের উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
Posted ১৫:১৪ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain