নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল-জাজিরা টিভির ব্যুরো অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোরে ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল-জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে বিষয়ে কিছু জানায়নি তারা।
আল-জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখানো হয়, একজন ইসরাইল সেনা আল ওমরিকে বলেন, “৪৫ দিনের জন্য অফিস বন্ধে আদালতের নির্দেশ রয়েছে। এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান।”
গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির সরকার। এরপর আজ রবিবার ভোরে অফিসে অভিযান চালানোর ঘটনা ঘটলো।
ফিলিস্তিনের গাজার সরকারি মিডিয়া অফিসহ বিভিন্ন অধিকার গোষ্ঠী ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা
Posted ০৭:০২ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain