
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ।
অবরোধের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৬টায় যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়কে টায়ায় জ্বালিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা মিছিলের নেতৃত্ব দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দফতর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনিসহ নেতাকর্মীরা।
Posted ০৫:৩৬ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain