নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
মেট্রোরেলের ভায়াডাক্টের একটি অংশ থেকে স্প্রিং সরে যাওয়ার কারণে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্প্রিংটি সরে যাওয়ার কারণে ভায়াডাক্টের রুটে কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে, যা মেট্রোরেল চলাচলে ঝুঁকি সৃষ্টি করেছে। এটি ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় ঘটেছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্যা সমাধানে কাজ চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, “এটি একটি টেকনিক্যাল সমস্যা। এর সমাধানে দেড় থেকে দুই ঘণ্টা লাগতে পারে।
তিনি আরও জানান, ভায়াডাক্টে চারটি স্প্রিং থাকে, এর মধ্যে একটি সরে গেছে। যদিও ট্রেন চালানো সম্ভব, কিন্তু সেটি ঝুঁকিপূর্ণ। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্যা সমাধান করে ট্রেন চলাচল শুরু করা হবে।
Posted ০৯:০৯ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain