
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
রোববার দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস বাসে আগুন লাগার সংবাদ পায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট যাচ্ছে।
Posted ০৭:৪০ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain