বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

মিরপুরে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১২ নভেম্বর) বিকেলে মিরপুর-২ নম্বর এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ, শফিকুল ইসলাম ও জসিম উদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় অবরোধ অবরোধ, সফল হোক সফল হোক; ৪র্থ দফায় অবরোধ/আজকের অবরোধ/দেশ রক্ষার অবরোধ, সফল হোক সফল হোক; টেক ব্যাক বাংলাদেশ ইত্যাদি স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে। ছাত্রদল সাধারণ মানুষ ও সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ রক্ষার এই আন্দোলনে সর্বাত্মক ভূমিকা পালন করছে এবং সামনেও করে যাবে। ছাত্রদল রাজপথে থেকে লুণ্ঠিত গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, মাহের হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ-প্রশিক্ষণ সম্পাদক পি কে মেহেদী হাসান, সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক লাবু ব্যাপারী, ঢাবির অমর একুশে হল শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, ঢাবির ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও অন্যান্য শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৩ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com