
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
সকাল থেকে আড়াই ঘণ্টা অবরোধের পর মিরপুরের রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা। ফলে মিরপুর-১০ নম্বর গোল চত্বরকে ঘিরে থাকা সবগুলো সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকার সড়ক অবরোধ করে শ্রমিকরা। এরপর তারা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে মিরপুর-১৪ নম্বরে অবস্থান করে। পরে তারা মিরপুর-১০ নম্বর গোল চত্বরের সামনে এসে অবস্থান করে। এরপর তারা ১১টার দিকে শ্রমিকরা যে যার মতো সড়ক থেকে সরে যায়। শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছিল। তারা স্বেচ্ছায় সড়ক থেকে সরে গেছেন। এখন মিরপুরের যান চলাচল স্বাভাবিক।
বেশ কয়েকদিন ধরে বেতনবৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিল গার্মেন্টস শ্রমিকরা। আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় গাজীপুরে ২ জন নিহত হয়। এছাড়া আহত হয়েছে অনেকে। এ ঘটনার পর ঢাকা ও গাজীপুরে শতাধিক গার্মেন্টস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে গার্মেন্টস কর্মীদের জন্য নতুন করে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করেছে সরকার। তবে শ্রমিকরা এ মজুরি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে সড়কে।
Posted ০৭:২৬ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain