রবিবার ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী খসরুর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী খসরুর

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। দক্ষিণখানের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ রবিবার সকাল ৯টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

খসরু চৌধুরী বলেন, ‘এখানে দেখলাম, আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো আছে। এখনো ভোটারদের প্রেশার হয়নি। মনে হচ্ছে আধা ঘণ্টা, এক ঘণ্টা পরেই ভোটারদের প্রেশার শুরু হবে।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘শেরেবাংলা আইডিয়াল স্কুলে আমার এজেন্টদের বের করে দিয়েছে ও খুব বকাঝকা করেছে ট্রাক মার্কার লোকজন। এখন আমরা চেষ্টা করছি তাদের ভেতরে ঢোকানোর জন্য। আশা করতেছি তারা ঢুকতে পারবেন।’

 

খসরু আরও বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারের সঙ্গেও কথা হয়েছে। তারপরও যদি এ রকম করে তাহলে সেন্টারটি কী করা যায় সেটা নিয়েও চিন্তাভাবনা করা হবে।’

ফলাফল যাই হোক, মেনে নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার মতো যদি এমন ঘটনা ঘটে তাহলে তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি মেনে নেব।’

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে।’

উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, ‘উত্তরখানের পরিবেশ সুষ্ঠু-সুন্দর রয়েছে। কোথাও কোনো ধরনের ঝামেলার খবর আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি ভালো আছে।’

উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে ডিবির পুলিশ পরিদর্শক এম মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘উত্তরখানের সকল কেন্দ্রেই নির্বাচনের ব্যালট বক্স, ব্যালট পৌঁছেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

Facebook Comments Box
advertisement

Posted ০৬:২৭ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com